নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

এসিসটেন্স ফর দ লাইভলিহুড অফ দি অরিজিন্স (আলো) খাগড়াছড়ি পার্বত্য জেলা ভিত্তিক একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী বেস: কারী উন্নয়ন সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনটি বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান এবং দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে এ এলাকার গরীব- প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে অত্র সংস্থা ‘পার্টনারশিপ ফর রিজিলিয়েন্ট লাইভলিহুড ইন সিএইচটি রিজিওন’ (পিআরএলসি) নামে একটি প্রকল্প গুইমারা উপজেলায় বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হল, বাংলাদেশের তিন পার্বত্য জেলায় দারিদ্র হ্রাস করা এবং অতি দরিদ্র পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখা। তাই উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নোক্ত পদ সমুহের জন্য দংখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখিত পদসমূহে নারী, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও ট্রাই-জেন্ডার (হিজরা) দেরকে যোগ্যতা উত্তিক পদে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য নিম্নের সংযুক্ত ফাইল সমূহ দেখুনঃ

.

Contact Us

Pankhaiya Para, Post Box # 19,
Khagrachari # 4400, Bangladesh.
Tel: +880-371-62067 (Off); Tel & Fax: +880-371-61559 (Off)
Email: alochtbd@gmail.com; infoalocht@gmail.com; Web: www.alochtbd.org

0018119
Visit Today : 15
Visit Yesterday : 39
Total Visit : 18119

.

All Rights Reserved: ALO || Design & Developed By: ©Ribang IT 2019-2023